গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের ৬ দিন পর পুকুর থেকে ভাসমান অবস্থায় কনক মিয়া (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার সাহেবগঞ্জ বাগদাফার্ম ইক্ষু খামার এলাকার সিংড়া নামক পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ফুল মিয়ার ছেলে।

নিহতের স্বজনরা জানান, কনক এবার এসএসসি পাস করেছে। দেড় মাস আগে একটি ব্যাটারিচালিত রিকশা কিনেছে সে। গত ১৫ জানুয়ারি রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছিল। শনিবার মরদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে যান। মরদেহটি কনকের বলে শনাক্ত করেন তার ভাই জাকিরুল ইসলাম।

হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা।