- সারাদেশ
- নাফ নদে বিজিবি-বিজিপ’র যৌথ টহল
নাফ নদে বিজিবি-বিজিপ’র যৌথ টহল

ছবি: সমকাল
কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) যৌথ টহল হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত নাফ নদে বাংলাদেশ-মিয়ানমার জলসীমানার মাঝামাঝি বিজিবি ও বিজিপি যৌথ টহল হয়।
মঙ্গলবার বিকেলে যৌথ টহলের তথ্য নিশ্চিত করেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। তিনি বলেন, ‘সীমান্ত সুরক্ষাসহ অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান রোধে আমরা নাফ নদে যৌথ টহল শুরু করেছি। ভবিষ্যতেও দুটি বন্ধুপ্রতিম রাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনীর যৌথ টহল কার্যক্রম চলমান থাকবে। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী এই যৌথ টহল কার্যক্রম চলমান রাখার মাধ্যমে নিজস্ব সীমান্ত সুরক্ষিত থাকবে।’
বিজিবি জানায়, বাংলাদেশ-মিয়ানমার জলসীমানার নাফ নদে যৌথ টহলে স্পিড বোটে বিজিবি ১২ সদস্যর পক্ষে নেতৃত্ব দেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এবং মিয়ানমারের বিজিপির ১২ সদস্যের পক্ষে টহল নেতৃত্ব দেন ১ নম্বর বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের লেফটেন্যান্ট কর্নেল ইয়ে ওয়াই শো।
গত ৩০ অক্টোবর ২০২২ তারিখ বিজিবি-বিজিপি ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে উভয় দেশের সম্মতিতে সীমান্তে সার্বক্ষণিক নজরদারির লক্ষ্যে এ যৌথ টহল শুরুর পরিকল্পনা করা হয়।
মন্তব্য করুন