- সারাদেশ
- যশোরে সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের দাবিতে মানববন্ধন
যশোরে সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের দাবিতে মানববন্ধন

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নামে তাঁর জন্মস্থান যশোরের সাগরদাঁড়িতে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আবারও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে আজ মঙ্গলবার জেলা শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিখ্যাত মহাকবি হোমার, দান্তে, মিল্টন, শেকসপিয়র, বাইরেনের সমপর্যায়ের কবি যশোরের মাইকেল মধুসূদন দত্ত। যে মধুকবির জন্ম না হলে বাংলা ভাষা ও সাহিত্য এত কম সময়ে এত বেশি সমৃদ্ধ হতো না। তাঁকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। তাঁর সাহিত্যের চর্চাও খুব বেশি হয় না। নতুন প্রজন্ম তাঁর সাহিত্যভান্ডার সম্পর্কে অতটা জানেও না। এ জন্য মধুসূদনের নামে তাঁর সাহিত্য গবেষণার লক্ষ্যে যশোরে একটি পূর্ণাঙ্গ সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে।সমাবেশ থেকে বলা হয়, আন্দোলনের ধারাবাহিকতায় বুধবার বিকেলে কেশবপুরের সাগরদাঁড়িতে মধুমেলার উদ্বোধনী অনুষ্ঠানের সময় কবির বাড়ির সামনের রাস্তায় একই দাবিতে মানববন্ধন করা হবে। মানববন্ধন শেষে মধুমেলার উদ্বোধক ও প্রধান অতিথির হাতে বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হবে। এ ছাড়া মেলার প্রতিদিনই প্রধান অতিথির কাছে স্মারকলিপি দেওয়া হবে।
মধুসূদনের নামে সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। মেলায় সহযোগিতা দিচ্ছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। মেলার উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সহকারী সদস্য সচিব মনিরুল ইসলামের সঞ্চালনায় ও আহ্বায়ক হারুন অর রশীদের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের বাংলা বিভাগের প্রাক্তন প্রধান অধ্যাপক মুস্তাফিজুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান, পূজা উদযাপন পরিষদ যশোরের সভাপতি দিপংকর দাস, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনতোষ বসু, সাবেক সভাপতি ফারাজী আহমেদ সাঈদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিকী, স্বপ্ন দেখো সমাজকল্যাণ সংস্থার সভাপতি জহির ইকবাল প্রমুখ।
মন্তব্য করুন