পুলিশের দায়ের করা নাশকতা মামলায় খুলনার সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদসহ ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার খুলনার অতিরিক্ত দায়রা জজ আশিকুর রহমান জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠান।

বিএনপির আইনজীবী গোলাম মাওলা জানান, ২০২২ সালের ৪ ডিসেম্বর থানায় নাশকতার সৃষ্টির অভিযোগে পুলিশ নগরীর সোনাডাঙ্গা ও হরিণটানা পৃথক দুটি মামলা করে। এ মামলায় বিএনপি নেতারা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন।

তিনি আরও জানান, জামিন শেষে মঙ্গলবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন তারা। এ সময় জামিন আবেদন করা হলে শুনানি শেষে বিচারক ১৪ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করেছেন। তাদের কারাগারে পাঠানো হয়েছে।