হবিগঞ্জের মাধবপুরে জুয়েল মিয়া নামে এক অটোরিকশার চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ করছে তাঁর পরিবার।

আজ মঙ্গলবার মাধবপুর পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের কলেজপাড়ায় বাড়ির পাশের একটি গাছের সঙ্গে রশি দিয়ে বাঁধা অবস্থায় জুয়েলের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের ভাই আল আমিন জানান, সোমবার বিকেলে অটোরিকশা নিয়ে জুয়েল মিয়া মাধবপুর পৌর শহরে যান। তবে সেদিন রাতে আর বাড়ি ফেরেননি। সকালে তাঁর বাড়ির পাশের একটি গাছে রশি দিয়ে পেঁচানো অবস্থায় লাশটি পাওয়া যায়। খবর পেয়ে মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে মাধবপুর থানার ওসি আবদুর রাজ্জাক জানান, ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার ব্যাপারে নিশ্চিত হওয়া গেলে সে অনুসারে মামলা দায়ের হবে।