- সারাদেশ
- খুলনা মহানগর যুবলীগের সভাপতি পলাশ, সম্পাদক সুজন
খুলনা মহানগর যুবলীগের সভাপতি পলাশ, সম্পাদক সুজন
হয়নি জেলা কমিটি

শফিকুর রহমান পলাশ ও শেখ শাহজালাল হোসেন সুজন
দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল সভা সঞ্চালনা করেন। এ সময় মহানগর যুবলীগের ৫০৯ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন।
সভায় মহানগর যুবলীগের কাউন্সিলর আল আমীন উকিল সভাপতি পদে শফিকুর রহমান পলাশের নাম প্রস্তাব করেন। তার প্রস্তাবে সমর্থন দেন শেখ মোহাম্মদ আলী।
সাধারণ সম্পাদক পদে শেখ শাহাজালাল হোসেন সুজনের নাম প্রস্তাব করেন মহানগর যুবলীগের কাউন্সিলর কাজী কামাল হোসেন। তাতে সমর্থন করেন রোজী ইসলাম নদী।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অন্য কোনো নাম প্রস্তাব না হওয়ায় সভাপতি পদে শফিকুর রহমান পলাশ এবং সাধারণ সম্পাদক পদে শেখ শাহাজালাল হোসেন সুজন নির্বাচিত হন।
এদিকে যুবলীগের জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন মোট ১৭ জন। তাদের মধ্যে মতবিরোধের কারণে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়নি।
মন্তব্য করুন