- সারাদেশ
- বিএনপির ১০৭ নেতাকর্মী কারাগারে
বিএনপির ১০৭ নেতাকর্মী কারাগারে

আদালত থেকে হাজতে নেওয়া হচ্ছে বিএনপি নেতাকর্মীদের। ছবি-সমকাল
নড়াইলে নাশকতা মামলায় গত তিন দিনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সহসভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ ১০৭ নেতাকর্মীকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলমাস হোসেন মৃধা ৪২ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত সোম ও মঙ্গলবার ৬৫ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত। বিএনপির এসব নেতাকর্মী জেলা দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।
তাঁদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, সহসভাপতি জুলফিকার আলী, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, কালিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সরদার আনোয়ার হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক সেলিম হোসেন, লোহাগড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নজরুল জমাদ্দার, সদস্য সচিব সুলতানুজ্জামান সেলিম প্রমুখ।
সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাহিদুর রহমান পলাশ জানান, গত ডিসেম্বর মাসে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিরুদ্ধে সদর, লোহাগড়া, কালিয়া ও নড়াগাতী থানায় চার মামলায় ১২০ জনসহ অজ্ঞাত ৪০০ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা হয়।
জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ বিস্ম্ফোরক দ্রব্য আইনে যে মামলা করেছে- তা মিথ্যা ও কাল্পনিক। নেতাকর্মীকে হয়রানি করতে এসব মামলা করা হয়েছে।
মন্তব্য করুন