- সারাদেশ
- আলেশা মার্টের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আলেশা মার্টের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মঞ্জুরুল আলম শিকদার
চেক প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
এক আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম সৈয়দ মোস্তফা রেজা নুর আজ বুধবার এ পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আগামী ২৭ মার্চ এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ঠিক করেন। বাদীপক্ষের আইনজীবী মিয়া হোসেন এসব তথ্য জানিয়েছেন।
বেসরকারি চাকরিজীবী তোফাজ্জল হোসেন গত বছরের ২২ আগস্ট আদালতে চেক প্রতারণার ওই মামলাটি করেন। অভিযোগে তিনি জানান, আলেশা মার্ট অনলাইন থেকে তিনি একটি মোটরসাইকেল অর্ডার করেছিলেন। যথা সময়ে তাকে মোটরসাইকেল সরবরাহ না করায় পরে এক লাখ ৬৩ হাজার টাকার চেক দেওয়া হয়।তবে আসামির ব্যাংক অ্যাকাউন্টে নির্দিষ্ট তারিখে পর্যাপ্ত টাকা না থাকায় তিনি তা তুলতে পারেননি। পরে আসামিকে লিগ্যাল নোটিশ পাঠালেও তিনি পণ্য বা টাকা ফেরত দেননি।
মন্তব্য করুন