বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের স্ত্রী ও বাংলাদেশ ইন্ডাস্টিয়াল ফাইন্যান্সিয়াল কোম্পানির (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান উম্মে কুলসুম মান্নানসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক আবদুল মাজেদ বাদি হয়ে কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি করেন।

আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজসে একে অন্যের সহায়তায় প্রতারণামূলক ম্যাপনেট অনলাইনের মালিক মো. রইস উদ্দিনের নামে নিরাপত্তা জামানত ও মর্টগেজ ছাড়াই ২৭ কোটি টাকার ঋণ দেওয়া হয়। যা বর্তমানে সুদ-আসলসহ ৩৬ কোটি ৪৯ লাখ ৩১ হাজার টাকা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে দন্ডবিধির ৪০৬/৪০৯/৪২০/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি করা হয়।