- সারাদেশ
- দুই সভাপতি প্রার্থীর দীর্ঘ দ্বন্দ্ব গড়ায় সংঘর্ষে
দুই সভাপতি প্রার্থীর দীর্ঘ দ্বন্দ্ব গড়ায় সংঘর্ষে

সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সম্মেলনে দু'পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে এক পক্ষ। গতকাল বৃহস্পতিবার সকালে মো. ওহাব মিয়া নামে এক ব্যক্তি এ অভিযোগ দেন। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মোল্লাকে প্রধান আসামি করা হয়। একই সঙ্গে ২০ জনের নাম উল্লেখসহ ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
আওয়ামী লীগের স্থানীয় সূত্র জানায়, আবু বকর সিদ্দিক মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে নাসিরউদ্দিনের দ্বন্দ্ব চলে আসছে। গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে নাসির দলীয় মনোনয়ন পেয়েও পরাজিত হন। আবু বকরও মনোনয়ন চেয়েছিলেন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি। আগামী কমিটিতেও পদে থাকতে চান। কিন্তু তাঁকে চ্যালেঞ্জ জানিয়ে সভাপতি প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছেন নাসির। এসব নিয়ে দুই নেতার বিরোধ চরমে উঠেছে। তাঁদের দীর্ঘ দ্বন্দ্বের জেরেই বুধবার বিকেলের কর্মী সম্মেলনে সংঘর্ষ হয়।
এলাহীনগর ঈদগাহ মাঠের কর্মী সম্মেলনে দেওয়া স্বাগত বক্তব্যে আবু বকর অভিযোগ করেন, আগের ইউপি নির্বাচনে নাসিরউদ্দিনকে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া ছিল ভুল সিদ্ধান্ত। যে কারণে দলের ভরাডুবি হয়। এ ছাড়া নাসিরউদ্দিনের বিরুদ্ধে নানা বক্তব্য দেন তিনি। এ সময় নাসিরের সমর্থকরা মঞ্চেই উত্তেজিত হয়ে পড়েন। দু'পক্ষের কর্মীদের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি ও চেয়ার ছোড়াছুড়ি। পরে সংঘর্ষে আহত হন উভয়পক্ষের অন্তত ৩০ নেতাকর্মী। আহতদের মুন্সীগঞ্জ সদর হাসপাতাল ও নারায়ণগঞ্জ (খানপুর) ৩০০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানায় অভিযোগকারী ওহাব মিয়া নাসিরউদ্দিনের পক্ষের লোক। এ পক্ষের অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মাহাবুব আলম। তিনি বলেন, তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নাসিরউদ্দিনের ভাষ্য, আহত নেতাকর্মীর বিষয়ে উপজেলা আওয়ামী লীগ নেতাদের কাছে বিচার দাবি করেছেন তিনি। থানায়ও অভিযোগ দেওয়া হয়েছে। তবে আবু বকর সিদ্দিকের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
মন্তব্য করুন