- সারাদেশ
- মানববন্ধনে ধর্ষণের 'মিথ্যা' মামলায় হয়রানির অভিযোগ
মানববন্ধনে ধর্ষণের 'মিথ্যা' মামলায় হয়রানির অভিযোগ

শিবালয়ের চরপয়লা নয়াবাড়ী সড়কে শুক্রবার বিকেলে এলাকাবাসীর মানববন্ধন।
মানিকগঞ্জের শিবালয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগকে মিথ্যা দাবি করে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ শুক্রবার বিকেলে উপজেলার চরপয়লা নয়াবাড়ী সড়কে হয় এ মানববন্ধন। এতে তাঁরা মিথ্যা মামলায় উথলী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জাহিদুর রহমানকে হয়রানির প্রতিবাদ করেন।
কপিল শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন ইউপি সদস্য মনোয়ারা বেগম, নাজমা আক্তার, লাল চান মল্লিক, আমজাদ হোসেন, চান্নু শেখ, হাবিবুর রহমান, খালেক শেখ, জীবন সরকার প্রমুখ।
ইউপি সদস্য জাহিদুর রহমানের ভাষ্য, তাঁর বাড়ি কান্দা বাশাইল গ্রামে। ২০২২ সালের ৮ ডিসেম্বর নয়াবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে ফেরার পথে তাঁর ভাতিজিকে তুলে নিয়ে যায় রানীনগর গ্রামের জাকির হোসেনসহ কয়েক দুর্বৃত্ত। পরে তাঁর ভাইকে মেয়েটির সঙ্গে জাকিরের বিয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। তাঁরা এতে রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মিথ্যা মামলা করেন জাকিরের বাবা আব্দুল মান্নান শেখ।
তবে মান্নানের দাবি, ওই মেয়েকে আদালতের মাধ্যমে বিয়ে করে তাঁর ছেলে। এতে ক্ষিপ্ত হয়ে ৩০ ডিসেম্বর তাঁর স্ত্রীকে ধর্ষণ করেন জাহিদুর। তিনি ৪ জানুয়ারি আদালতে মামলা করেন।
ইউএনও জাহিদুর রহমান বলেন, এ ব্যাপারে কর্মকর্তারা তদন্ত করছেন। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তাঁরা।
মন্তব্য করুন