- সারাদেশ
- শুরু হচ্ছে গোলপাতা আহরণ মৌসুম
শুরু হচ্ছে গোলপাতা আহরণ মৌসুম

ছবি : সংগৃহীত
সুন্দরবন থেকে গোলপাতা আহরণ মৌসুম শুরু হচ্ছে রোববার। মৌসুম চলবে ৩১ মার্চ পর্যন্ত। বন বিভাগ থেকে অনুমতি নিয়ে বাওয়ালিরা গোলপাতা আহরণ করতে নৌকা নিয়ে সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করবেন।
সুন্দরবনের চাঁদপাই স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান জানান, শেলা নদী ২ নং কম্পার্টমেন্ট থেকে ৪ হাজার কুইন্টাল ও চাঁদপাই ৩ নং কম্পার্টমেন্ট থেকে ৩ হাজার কুইন্টাল গোলপাতা সংগ্রহ করবে বাওয়ালিরা। গোলপাতা ছাড়া কোনো কাঠ সংগ্রহ করতে পারবেন না। প্রতি কুইন্টালের জন্য রাজস্ব ধরা হয়েছে ৬০ টাকা। একটি নৌকায় সর্বোচ্চ ২০০ কুইন্টাল গোলপাতা বহন করা যাবে। অতিরিক্ত বহন করলে দ্বিগুণ টাকা জরিমানা করা হবে।
মন্তব্য করুন