ঝালকাঠির জেলার রাজাপুর বেকুটিয়া সড়কে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা বেকুটিয়া থেকে রাজাপুর আসার পথে ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যান। নিহতদের পরিচয়পত্রে একজন পূর্ব রাজাপুরের আলী হায়দার (৪৫) অপর জন আঙ্গারিয়া গ্রামের শাহিন (৩০) বলে জানা যায়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পূলক চন্দ্র রায় বলেন, ‘রাজাপুর মেডিকেল মোড় থেকে ট্রাক আটক করে মৃতদের লাশ উদ্ধার ও ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’