নাটোরের লালপুরে পারিবারিক কলহের জেরে আবুল কালাম (৫০) ওরফে বোমা কালাম নামের একজনকে হত্যা করে তার মরদেহ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। 

শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের বড়বাদকয়া এলাকায় হত্যার ঘটনা ঘটে।

লালপুর থানায় নিহতের ছোট ভাই হত্যা মামলা দায়ের করলে আল আমিন (১৬) নামের একজনকে আটক করে পুলিশ। অন্যরা পলাতক রয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বছর দশেক আগে আবুল কালামের প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হলে বড়বাদকয়া এলাকার আরজিনা খাতুনকে বিয়ে করেন তিনি। পরে স্ত্রীর বাড়িতেই থাকতে শুরু করেন। কিছুদিন ধরে তাদের পরিবারে কলহ চলছিল। তারই জেরে গতকাল শুক্রবার রাতে স্ত্রী আরজিনা খাতুন ও তার আগের পক্ষের সন্তান আল আমিনসহ আরও কয়েকজন মিলে আবুল কালামকে হত্যা করে। পরে বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দুরে একটি পুকুরের পানিতে কালামের মরদেহ ফেলে রেখে যায় তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামন বলেন, ‘খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনার পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই সহিদুজ্জামান চারজনের নামে হত্যা মামলা করলে আল আমিন নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিরা পলাতক, তাদের ধরতে অভিযান চলছে।’