- সারাদেশ
- খুলনার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে কুমিল্লা
খুলনার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে কুমিল্লা

বিপিএলের সিলেট পর্বের দ্বিতীয় দিনে আজ খুলনা টাইগার্সের মুখোমুখি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে খুলনা টাইগার্স। তাই আগে ব্যাট করবে কুমিল্লা।
প্রথম তিন ম্যাচে হারলেও পরের চার ম্যাচে চারটিতেই জয় পেয়েছে কুমিল্লা। আজ পঞ্চম জয়ের লক্ষ্যে খেলবে ভিক্টোরিয়ান্সরা। অন্যদিকে হার দিয়ে আসর শুরু করা খুলনা এখন পর্যন্ত মাত্র দুই জয় পেয়েছে।
এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে খুলনা। দলে যোগ দিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। অন্যদিকে কুমিল্লার একাদশে যুক্ত হয়েছেন মুস্তাফিজুর রহমান।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, মোসাদ্দেক হোসেন, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, খুশদিল শাহ, জনসন চার্লস।
খুলনা টাইগার্স: ইয়াসির আলী (অধিনায়ক), তামিম ইকবাল খান, অ্যান্ড্রু বালবির্নি, শেই হোপ, মাহমুদুল হাসান জয়, আজম খান (উইকেটরক্ষক), মোহাম্মদ সাইফ উদ্দীন, নাহিদুল ইসলাম, ওয়াহাব রিয়াজ, নাসুম আহমেদ, নাহিদ রানা।
মন্তব্য করুন