- সারাদেশ
- রামপাল বিদ্যুৎকেন্দ্রে ফের চুরি, আটক ২
রামপাল বিদ্যুৎকেন্দ্রে ফের চুরি, আটক ২

তামার তার চুরি করে নিয়ে যাওয়ার সময় আটক দুই যুবক
বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রে ফের চুরির ঘটনা ঘটে। তবে এবার চোর ধরা পড়েছে। শনিবার বিকেলে কেন্দ্রের তামার তার চুরি করে নিয়ে যাওয়ার সময় দুই যুবককে আটক করেছেন নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা।
বিদুৎকেন্দ্রের সাইলো এলাকা থেকে দুটি মোটরসাইকেলসহ তাঁদের আটক করা হয়। তাঁরা হলেন- রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. তানভির (২৪) ও চাঁদপুর গ্রামের ওবায়দুল্লাহ শেখ (২৩)।
আনসার সদস্যরা জানিয়েছেন, আটক দু'জন বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন সরঞ্জাম চুরির ঘটনায় যুক্ত চক্রের সদস্য। তারা কেন্দ্রটির শ্রমিক বা কোনো কাজে যুক্ত নয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, চক্রের আরেকটি গ্রুপ তার কেটে তাদের দিত। পরে তারা মোটরসাইকেলে সেই তার নিয়ে যেত।
রামপাল বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা খুলনা-৩ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক চন্দন দেবনাথ জানান, সুনির্দিষ্ট তথ্য পেয়ে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সাইলো এলাকায় অভিযান চালানো হয়। সেখানে বেশ কয়েকজনের একটি দলকে দেখে ধাওয়া করেন আনসার সদস্যরা। ওই সময় তার কাটার কাজে যুক্ত দলের সদস্যরা পালিয়ে গেলেও দুটি মোটরসাইকেল এবং ১৫ কেজি তামার তারসহ ওই দু'জনকে আটক করা হয়। এ ছাড়া তাদের ব্যবহূত দুটি মোবাইল ফোন ও তিনটি ক্রেডিট কার্ড জব্দ করা হয়েছে। উদ্ধার করা মালপত্রসহ আটকদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
রামপাল বিদ্যুৎকেন্দ্রে চুরির ঘটনা নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। গত ১৪ জানুয়ারি জানা যায় কেন্দ্রের সবচেয়ে বড় চুরির ঘটনা। মূল কেন্দ্রের সুরক্ষিত এলাকা থেকে সশস্ত্র পাহারার মধ্যেই তালাবন্ধ ল্যাব থেকে চুরি হয়েছে প্রায় অর্ধকোটি টাকার দামের কয়লার মান পরীক্ষার যন্ত্র। ওই ঘটনার ১৪ দিন পেরিয়ে গেলেও এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মন্তব্য করুন