গাজীপুরের সালনা এলাকায় খাদ্যে বিষক্রিয়ায় ২ বোনের মৃত্যু হয়েছে। সালনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ইপসা গেট এলাকায় আজ রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও এক শিশু গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মারা যাওয়া শিশুরা হলো শেরপুরের বাসিন্দা আশরাফুল ইসলামের মেয়ে আশামনি (৬) ও আলিফা (২)। আশরাফুল স্ত্রী-সন্তানদের নিয়ে ইপসা গেট এলাকায় এরশাদ মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। অসুস্থ হয়ে পড়া ৬ মাস বয়সী শিশু সিয়াম একই এলাকার হিরা মিয়ার ছেলে। হিরা মিয়াও এরশাদের বাড়িতে ভাড়া থাকেন।

পরিবারের দাবি, ইপসা গেট এলাকার একটি দোকান থেকে কিনে দেওয়া কেক খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এদিকে ময়নাতদন্ত রিপোর্ট হাতে না পাওয়ায় তাদের মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেনি চিকিৎসকরা। তবে তাদের ধারণা, খাদ্যে বিষক্রিয়ায় ওই দুই শিশুর মৃত্যু হতে পারে।

মৃত শিশুদের বাবা আশরাফুল বলেন, সকালে বাড়ির পাশের একটি দোকান থেকে দুই মেয়ে ও প্রতিবেশীর ছেলেকে কেক কিনে দিয়েছিলাম। কেক খাওয়ার কিছুক্ষণের মধ্যে বড় মেয়ে আশা মনি অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই সময় ছোট মেয়ে আলিফা অসুস্থ হয়ে পড়লে তাকেও হাসপাতালে আনা হয়। চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। পাশের বাসার আরেক শিশু সিয়াম অসুস্থ হয়ে পড়লে তাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মাহমুদা আক্তার বলেন, খাদ্যে বিষক্রিয়ায় দুটি শিশুর মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হচ্ছে না। মারা যাওয়া শিশুদের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

তিনি আরও জানান, সিয়াম নামে ৬ মাস বয়সী এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থাও গুরুতর।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে এসেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।