ময়মনসিংহের গফরগাঁওয়ে রোববার বিকেলে পৌর শহরের ষোলহাসিয়া এলাকার ১ নং গলি থেকে হাবিব হাসান নামে ১০ বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হাবিব ওই এলাকার ভ্যানচালক নাজমুল হাসানের ছেলে এবং মাদ্রাসা শিক্ষার্থী ছিল।

জানা যায়, হাবিব দুপুরে বাড়ির ছাদে খেলতে যায়। পরে কোনো এক সময় ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের লোকজন বিকেল ৫টার দিকে বসতঘরের পাশে টিনের চালায় মৃত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে।

এরপর প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নাজমুল হাসান জানান, তাঁর প্রথম স্ত্রী রিমা আক্তার দুই সন্তান রেখে প্রায় ৫ বছর আগে বাবার বাড়ি চলে যায়। এর পর নাজমুল শম্পা আক্তারকে বিয়ে করে প্রথম পক্ষের দুই সন্তানসহ জীবনযাপন করছেন।

স্থানীয় কাউন্সিলর আমান উল্লাহ আমান ঘটনার সত্যতা নিশ্চিত করে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।