- সারাদেশ
- আক্কেলপুরে খাল থেকে কাঠমিস্ত্রীর মরদেহ উদ্ধার
আক্কেলপুরে খাল থেকে কাঠমিস্ত্রীর মরদেহ উদ্ধার

নিহতের খবরে স্থানীয়দের ভিড় - সমকাল
জয়পুরহাটের আক্কেলপুরের একটি খাল থেকে শহিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার রায়কালী ইউনিয়নের পাইকড়দাড়িয়া গ্রামের রাস্তার পাশের খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। তবে পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে শহীদুল মৃগী রোগে আক্রান্ত ছিলেন।
নিহত শহিদুল ইসলাম উপজেলার রায়কালী ইউনিয়নের চিয়ারি গ্রামের খলিলুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে শহিদুল ইসলাম গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করতে গিয়ে পাশের খালে পড়ে যান। পরে খালের পানিতে বাইসাইকেলের একটি চাকা ও লুঙ্গির কিছু অংশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে শহিদুলের মরদেহ উদ্ধার করে।
নিহতের মা শাহীদা বেগম বলেন, শহিদুল অনেক দিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিল। কয়েকদিন আগেও তার শরীরের অবস্থা খারাপ হয়েছিল।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দীক বলেন, ধারণা করা হচ্ছে, শারীরিক সমস্যার কারণে তিনি পানিতে পরে মারা গেছেন। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন