- সারাদেশ
- সাটুরিয়ায় শিশুকে বলৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার
সাটুরিয়ায় শিশুকে বলৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়ায় ছয় বছরের এক শিশুকে বলৎকারের অভিযোগে শফিকুল ইসলাম (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার গভীর রাতে উপজেলার ধানকোড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শফিকুল উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে। তিনি ধানকোড়ার শুকুর আলীর বাড়িতে ভাড়ায় থেকে ঘোড়ার গাড়ি চালাতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে শফিকুল ঘোড়ার জন্য ভুট্টার পাতা আনতে ক্ষেতে যান। এ সময় ভুট্টা ক্ষেতের পাশে শিশুকে খেলতে দেখেন। পাতা ছেড়ার নামে ওই শিশুটিকে ডেকে নেন শফিকুল। একপর্যায়ে শিশুকে বলৎকার করেন। এতে শিশুটির বায়ুপথে রক্তক্ষরণ শুরু হলে কৌশলে পালিয়ে যান তিনি। এরপর ওই শিশু বিষয়টি স্থানীয়দের জানালে শফিকুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসীরা। এ ঘটনায় ওই শিশুর বাবা ইকবাল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস সমকালকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত শফিকুলকে গ্রেপ্তার করা হয়েছে। চিকিৎসার জন্য শিশুকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন