- সারাদেশ
- নগর ভবন ঘেরাওয়ের ঘোষণা চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের
নগর ভবন ঘেরাওয়ের ঘোষণা চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের

নগরের কদমতলী মোড়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশ। ছবি- সমকাল।
চট্টগ্রামে আগামী ১৫ মার্চ নগর ভবন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে করদাতা সুরক্ষা পরিষদ। আজ সোমবার বিকেলে নগরের কদমতলী মোড়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। সমাবেশ থেকে চার দফা দাবি তুলে ধরা হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে- বর্তমান কর পুনর্মূল্যায়ন বাতিল, আয়তনের ভিত্তিতে পুনর্মূল্যায়ন, সিটি করপোরেশনের দুর্নীতিবাজ রাজস্ব কর্মকর্তা-কর্মচারীদের বিচারের আওতায় আনা এবং প্রতিবছর প্রকাশ্য গণশুনানির আয়োজন।

করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি মো. নুরুল আবছারের সভাপতিত্বে পরিষদের সিনিয়র সহ-সভাপতি সাবেক কাউন্সিলর আব্দুল মালেক, সহ-সভাপতি ইসমাইল উদ্দিন মনু, সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস পপি, সুরক্ষা পরিষদের মুখপাত্র কাজী শহীদুল হক স্বপন, নবগঠিত সংগ্রাম কমিটির আহ্বায়ক মীর মোহাম্মদ ইসলাম, মুজিবুল হক, এরশাদ হোসেন, মনির হোসেন, ওলি আহম্মদ, নুরুল হুদা তানভীর, হাসান ইমরান, মো. শরিফ, হারুন উর রশীদ, মো. মফিজ, মো. হাসান, মো. নসু, জেকি ও মুন্না সমাবেশে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন