- সারাদেশ
- ভালুকায় মহাসড়কে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ১
ভালুকায় মহাসড়কে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ১

ময়মনসিংহের ভালুকায় মহাসড়কে ডাকাতির চেষ্টাকালে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মেহরাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরও কয়েকজন ডাকাত পালিয়ে যায়।
এ ঘটনায় আজ সোমবার দুপুরে এসআই মাহবুব রশিদ বাদী হয়ে চার জনের নাম উল্লেসহ আরও ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।
গ্রেপ্তার ওই যুবকের নাম মো. সৌরভ (২০)। তিনি গৌরিপুর থানার বাঘবেড় গ্রামের হাবিবুর ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে মেহরাবাড়ি এলাকায় যাত্রী উঠানোর জন্য একটি বাস অপেক্ষা করছিল। ওই বাসের চালক, সহকারীসহ আরও কয়েকজন ডাকাত দলের সদস্য। এমন খবরে সেখানে অভিযান চালিয়ে ওই চক্রটিকে আটকের চেষ্টা চালায় পুলিশ। কিন্তু উপস্থিতি টের পেয়ে তারা বাস ফেলে পালিয়ে যাওয়ার সময় সৌরভ নামে একজনকে আটক করে পুলিশ। এ সময় চারটি চাকু ও ডাকাতির অন্যান্য সরঞ্জামসহ যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, গত ২১ আগস্ট মহাসড়কে ডাকাতির সময় মো. সেলিম মিয়া, মো. ফরহাদ মিয়া, আফতাব উদ্দিন ও মো. রোবেল মিয়া নামে চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তারা আদালত থেকে জামিনে বের হয়ে এসে আবার ডাকাতি শুরু করে। তিনি বলেন, রোববার রাতেও তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
ওসি আরও বলেন, গ্রেপ্তার সৌরভকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মন্তব্য করুন