- সারাদেশ
- স্বামীর সঙ্গে অভিমানে গায়ে আগুন দেওয়া গৃহবধূর মৃত্যু
স্বামীর সঙ্গে অভিমানে গায়ে আগুন দেওয়া গৃহবধূর মৃত্যু

তুচ্ছ ঘটনায় স্বামীর সঙ্গে অভিমান করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া ফাহমিদা আক্তার মারা গেছেন। আজ সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। এর আগে গতকাল রোববার সন্ধ্যায় মুমূর্ষু অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল।
ফাহমিদা ঢাকার কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের আমবাগিচা এলাকার পারভেজ খানের স্ত্রী। ওই এলাকার ভাড়া বাসায় থাকতেন তাঁরা।ফাহমিদার স্বামী পারভেজ পেশায় লঞ্চের লস্কর। তিনি বলেন, ফাহমিদা তৈরি পোশাক কারখানায় চাকরি করেন। বছরখানেক আগে তাঁদের বিয়ে হয়।
রোববার বিকেলে বাজার থেকে মাছ কিনে আনেন পারভেজ। এ মাছ কাটা নিয়ে তাঁদের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে স্ত্রীকে থাপ্পড় দেন তিনি। এর কিছুক্ষণ পর ফাহমিদা রান্নাঘর থেকে কেরোসিন নিয়ে নিজের শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেন। সঙ্গে সঙ্গে স্ত্রীর শরীরের আগুন নেভাতে চেষ্টা করেন পারভেজ। এরপর দ্রুত উদ্ধার করে ফাহমিদাকে ঢামেকের বার্ন ইউনিটে নিয়ে যান।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, হাসপাতালের আবাসিক সার্জন জানিয়েছিলেন গৃহবধূ ফাহমিদার শরীরের ৯৫ শতাংশই পুড়ে গিয়েছিল। যে কারণে তাঁকে আইসিইউতে রাখা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজামান বলেন, ফাহমিদা অগ্নিদগ্ধ অবস্থায় সোমবার বিকেলে মারা গেছে বলে হাসপাতাল সূত্রে জেনেছেন। তবে এ ঘটনায় কেউ মামলা করতে আসেনি।
মন্তব্য করুন