- সারাদেশ
- ফরিদপুরে এলজিইডির কর্মচারীদের মানববন্ধন
ফরিদপুরে এলজিইডির কর্মচারীদের মানববন্ধন

ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি/ ছবি- সমকাল।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজ দানির ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
হামলাকারী শাহাবুদ্দিনসহ যারা সম্পৃক্ত ছিল তাদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার বিকেলে এলজিইডি অফিস চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইফুল ইসলাম শহীদ, নির্বাহী পরিচালক শহীদুজ্জামান খান, নির্বাহী প্রকৌশলী আনন্দ কুমার ঘোষ, সিনিয়র সহকারী প্রকৌশলী রমজান আলীসহ এলজিডির সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মানববন্ধনে উপস্থিত কর্মকর্তা-কর্মচারী উপরোক্ত ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং অবিলম্বে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ।
মন্তব্য করুন