- সারাদেশ
- আট দাবিতে নোবিপ্রবিতে কর্মবিরতি
আট দাবিতে নোবিপ্রবিতে কর্মবিরতি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. জসিম উদ্দিনকে অব্যাহতিসহ আট দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।
আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নোবিপ্রবির কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে গতকাল সোমবার উপাচার্যের কাছে আট দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি দেয় অফিসার্স অ্যাসোসিয়েশন।
কর্মসূচিতে বক্তারা বলেন, ৭২ ঘণ্টার মধ্যে অতিরিক্ত দায়িত্বে থাকা রেজিস্ট্রার জসিম উদ্দিনকে অব্যাহতি দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের যোগ্য ও অভিজ্ঞতাসম্পন্ন রেজিস্ট্রার নিয়োগ দিতে হবে।নোবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশন সভাপতি সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন পলাশ জানান, আট দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। তাঁরা বলেন, বিকেলে উপাচার্যের সঙ্গে আমাদের বৈঠক রয়েছে। বৈঠক শেষে পরবর্তী করণীয় ঠিক করা হবে।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জসিম উদ্দিন বলেন, 'এ বিষয়ে আপনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। ওখানে উত্তর আছে।' তবে স্মারকলিপিতে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও উপাচার্য রহস্যজনক কারণে কোনো তদন্ত কমিটি গঠন করেননি বলে অভিযোগ রয়েছে।
উপাচার্য অধ্যাপক দিদারুল আলমের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি তা ধরেননি। তাঁর পিএস জোবায়ের হোসেন জানান, উপাচার্য মিটিংয়ে আছেন, এখন কথা বলতে পারবেন না।
মন্তব্য করুন