- সারাদেশ
- তারেক-জোবাইদাকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
দুদকের মামলা
তারেক-জোবাইদাকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ

ফাইল ছবি
অবৈধ সম্পদ অর্জন ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পলাতক তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি (গেজেট) প্রকাশ করা হয়েছে। আদালতের নির্দেশনার পর গত ১৯ জানুয়ারি এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। আজ মঙ্গলবার গেজেটটি আদালতে দাখিল করা হয়েছে।
গেজেটে আগামী ৬ ফেব্রুয়ারি তারেক ও জোবাইদাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান। আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল জানান, বেঁধে দেওয়ার সময়ে উপস্থিত না হলে তাঁদের অনুপস্থিতিতেই বিচারকাজ চলবে।
গত বছরের ১ নভেম্বর একই আদালত তারেক ও জোবাইদার বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর আগে গত বছরের ২৬ জুন তারেক ও জোবাইদাকে পলাতক ঘোষণা করে ৪ কোটি ৮২ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলা দায়ের ও তার প্রক্রিয়ার বৈধতা নিয়ে করা পৃথক রিট আবেদন খারিজ করে দেন হাইকোর্ট।
বিলুপ্ত তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা ওই মামলায় গত ১ নভেম্বর তারেক-জোবাইদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর দীর্ঘদিন তাঁদের নাগাল না পাওয়ায় ৫ জানুয়ারি তাঁদের সম্পত্তি ক্রোকের আদেশ দেন একই আদালত।
মন্তব্য করুন