- সারাদেশ
- স্বপ্ন পূরণে পাখি পেলেন কম্পিউটার উপহার
স্বপ্ন পূরণে পাখি পেলেন কম্পিউটার উপহার

জেলা প্রশাসকের কার্যালয়ে নাঈমা সুলতানা পাখিকে কম্পিউটার উপহার দেওয়া হয়
স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছায়ানীড় পরিবার’ এর সামাজিক ও সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে সংগঠনের সদস্যদের চেষ্টায় অদম্য মেধাবী ও খর্বাকৃতির নাইমা সুলতানা পাখিকে (২২) কম্পিউটার (ল্যাপটপ) উপহার দিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে নাঈমা সুলতানা পাখিকে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি কম্পিউটার উপহার দেওয়া হয়। এছাড়া পড়ালেখার পাশাপাশি তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন জেলা প্রশাসক।
নাঈমা সুলতানা পাখি
এ বিষয়ে নাঈমা সুলতানা পাখি বলেন, আমি ধন্যবাদ জানাই ছায়ানীড় পরিবারকে। আমাকে শীতবস্ত্র (কম্বল) ও শিক্ষা উপকরণ দিয়েছে সংগঠনটি।
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, সংবাদমাধ্যমে জানতে পারি অদম্য মেধাবী ছাত্রী পাখির স্বপ্ন ছুঁতে প্রয়োজন একটি কম্পিউটার। সে অনুযায়ী তার স্বপ্ন পূরণে পাশে থাকতে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ল্যাপটপ উপহার দেওয়া হয়েছে।
নাইমা সুলতানা পাখি একজন খর্বাকৃতির মানুষ। বয়স ২২ বছর। উচ্চতা মাত্র ২৯ ইঞ্চি। অভাব অনটনের সংসার তাদের। বিভিন্ন বাধা পেরিয়ে চালিয়ে যাচ্ছেন নিজের পড়াশোনা। যুক্ত আছেন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে। ফরিদপুর সদর উপজেলার শহরতলীর কানাইপুর ইউনিয়নের উলুকান্দা গ্রামের নাদের মাতুব্বর ও সাহিদা বেগম দম্পতির তিন মেয়ের মধ্যে পাখি সবার বড়। গ্রামের স্কুল থেকে এসএসসি পাস করেছেন পাখি। বর্তমানে ফরিদপুর সারদা সুন্দরী মহিলা কলেজের অনার্স (বাংলা) দ্বিতীয় বর্ষের ছাত্রী। বাবা নাদের মাতুব্বর একসময় পাট-ভুষীমালের ব্যবসা করতেন। ১২ বছর আগে ব্রেনস্ট্রোকে ঘরবন্দি হয়ে পড়েছেন তিনি। একেবারেই চলাফেরা করতে পারেন না।
ফরিদপুর সারদাসুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ কাজী গোলাম মোস্তফা বলেন, পাখি অদম্য মেধাবী ছাত্রী। সে বাংলা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। সবার সহযোগিতা পেলে অনেক ভালো ফলাফল করবে।
কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন বলেন, পাখির পরিবারের আর্থিক অবস্থা ভালো না। তার বাবা নাদের মাতুব্বর দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে ঘরে শয্যাশায়ী। নিজেদের কিছু জমি বর্গা দেওয়া আছে। তা থেকে যা আসে তা দিয়েই কোনোমতে চলছে ওদের সংসার।
পাখির মা শাহিদা বেগম বলেন, স্বামী অসুস্থ অবস্থায় দীর্ঘদিন ঘরে পড়ে আছে। তিন মেয়ের পড়াশোনাসহ সংসারের যাবতীয় খরচ চালাতে খুবই কষ্ট হয়। পাখির স্বপ্ন পড়াশোনা শেষে চাকরি করে সংসারের হাল ধরবে। আজকে ডিসি আমার মেয়েকে নতুন একটা কম্পিউটার উপহার দিয়েছে। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
স্থানীয় বাসিন্দা ও সামাজিক সংগঠন ছায়ানীড়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ইনামুল হাসান মাসুম বলেন,সুন্দর সমাজ বিনির্মানের লক্ষ্যে ছায়ানীড় পরিবারের পথচলা। সেই ধারাবাহিকতায় ছায়ানীড় সংগঠনের মাধ্যমে বিভিন্ন সময় আমরা সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়াই।
মন্তব্য করুন