- সারাদেশ
- চুয়াডাঙ্গা সীমান্তে অস্ত্র উদ্ধার
চুয়াডাঙ্গা সীমান্তে অস্ত্র উদ্ধার

ফুলবাড়ী সীমান্ত ফাঁড়িতে বিজিবি সদস্যদের টহল
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার ফুলবাড়ী সীমান্তে ছয়টি অত্যাধুনিক ভারতীয় এয়ার গান উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক শাহ মো. ইশতিয়াক জানান, দর্শনা থানার ফুলবাড়ী সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ অস্ত্র বাংলাদেশে প্রবেশ করবে- এমন তথ্যের ভিত্তিতে ফুলবাড়ী সীমান্ত ফাঁড়ির সদস্যরা সেখানে অবস্থান নেয়। সন্ধ্যা ৭টার দিকে দু’জন চোরাকারবারী সীমান্তের ৮৬ নম্বর পিলারের কাছ দিয়ে মাথায় কার্টুন নিয়ে বাংলাদেশে প্রবেশ করলে কার্টুনে এসব অস্ত্র পাওয়া যায়। এ বিষয়ে দর্শনা থানায় অবৈধ অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন