বিএনপি দলীয় এমপির পদত্যাগে শূন্য হওয়া বগুড়া-৬ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ বুধবার শুরু হয়েছে। সকাল সাড়ে ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ চলবে। 

সকাল ৮টার দিকে ভোট দিতে কেন্দ্রে যান ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী রাগেবুল আহসান রিপু। হাসনাজামান (ভাণ্ডারি) বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনিই সর্বপ্রথম ভোট দেন। 

ভোট দিচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী রাগেবুল আহসান রিপু-সমকাল 

ভোট দিয়ে তিনি বলেন, সুষ্ঠুভাবে সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বগুড়ার মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।

নিজের জয়ের ব্যাপারে আশাবাদ জানিয়ে তিনি বলেন, প্রার্থীরা ভোটে জয়লাভের আশা নিয়েই মাঠে নামেন। আমিও আশাবাদী বগুড়ার মানুষ আমাকে ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দেবেন।

এ আসনে অন্য প্রার্থীরা হলেন, জাসদের ইমদাদুল হক এমদাদ, জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর, স্বতন্ত্র আবদুল মান্নান আকন্দ, গণফ্রন্টের আফজাল হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নজরুল ইসলাম, জাকের পার্টির ফয়সাল বিন শফিক, স্বতন্ত্র মাসুদার রহমান হেলাল, স্বতন্ত্র আশরাফুল হোসেন ওরফে হিরো আলম এবং সরকার বাদল।