ব্রাহ্মণবা‌ড়িয়া-২ আস‌নের উপ‌নির্বাচ‌নে আশুগ‌ঞ্জের রওশন আরা জ‌লিল বালিকা উচ্চ বিদ্যালয় ‌কে‌ন্দ্রের চার নম্বর বু‌থে সকাল পৌ‌নে ১১টা পর্যন্ত সোয়া দুই ঘণ্টায় একজনও ভোট দে‌ন‌নি। এ বু‌থে ভোটার সংখ্যা ৩৮৯ জন।

আশুগঞ্জ প‌শ্চিম বাজার এলাকার নারী বা‌সিন্দা এ বু‌থের ভোটার।

সহকারী প্রিজাই‌ডিং কর্মকর্তা ম‌নিরুজ্জামান সমকালকে জানান, সকাল থে‌কে মাত্র দুইজন আ‌সেন বু‌থে। কিন্তু তারা এই বু‌থের ভোটার নন। তাই এখন পর্যন্ত কো‌নো ভোট প‌ড়ে‌নি।