সকাল থেকে সুষ্ঠুভাবে ভোট চলছে ঠাকুরগাঁও-৩ আসনে। যদিও শীতের কারণে সকালে ভোটার উপস্থিতি কম ছিল। প্রিজাইডিং কর্মকর্তারা জানিয়েছেন, সকাল সাড়ে দশটা পর্যন্ত প্রায় ১০ শতাংশ ভোট পড়েছে।

সকাল সাড়ে নয়টার দিকে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন লাঙল প্রতীকের প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ। ভোট দিয়ে বুথের বাইরে এসে সাংবাদিকদের জানান, সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ নেই। তবে সকাল থেকে ইভিএম জটিলতায় কিছু লোকজন ভোট দিতে পারেনি। যদিও পরে বিষয়টি সমাধান হয়েছে। 

তিনি জানান, ভোটকেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটেনি। সুষ্ঠুভাবেই ভোট দিতে পারছেন জনগণ। 

এই ভোটে তিনি বিজয় আশা করে বলেন, এখানে সবাই একক প্রার্থী হিসেবেই নির্বাচন করছেন। ১৪ দলীয় জোটের কোনো প্রার্থী নেই। ওয়ার্কার্স পার্টি এবং জাতীয় পার্টির ব্যানারেই নির্বাচন হচ্ছে। 

সিরাজুল ইসলাম নামে এক ভোটার জানান, ইভিএমএ ভোট। কোনো ধরনের জটিলতা নেই। যদিও তাকে সঙ্গে আইডি কার্ড নিয়ে আসতে বলা হয়েছিল। 

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় পুরুষ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা স্বাধীন চন্দ্র রায় জানান, ইভিএমে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে কয়েকজনের ফিঙ্গারপ্রিন্ট সমস্যা হওয়ায় তাদের আইডি কার্ড নিয়ে আসতে বলা হয়েছে। এই কেন্দ্রে ৩২০৭ জন ভোটারের মধ্যে সকাল সাড়ে দশটা পর্যন্ত প্রায় ৩৫০ ভোট দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে ৫০ থেকে ৬০ শতাংশ ভোটার উপস্থিতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন জানান, সুস্থভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি রয়েছে। ভোটের পরিবেশ অত্যন্ত ভালো। সকলকে কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা কেন্দ্রে আসুন ভোট প্রদান করুন এবং নির্বিঘ্নে বাড়িতে ফিরে যান। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা দেবে।