ভাষার মাস বরণে সিলেটে বর্ণামালার মিছিল হয়েছে। বুধবার সকালে জেলা পরিষদের সামনে থেকে মিছিল বের করে সম্মিলিত নাট্য পরিষদ। গত দশ বছর ধরে সংগঠনটি  বর্ণমালার মিছিল করে আসছে।

বর্ণমালার মিছিলে অংশ নেন, জেলা প্রশাসক মজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য শামসুল আলম সেলিম প্রমুখ।

বর্ণমালার মিছিলে অ আ ক খ তথা বাংলা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ বহন করেন অংশগ্রহণকারীরা। মিছিল শেষে শহীদ মিনারে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট বিগত ৩৮ বছর ধরে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে নাট্য ও সাংস্কৃতিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভাষার মাসকে বরণ করতে বর্ণমালার মিছিলটি তাদের নাট্য ও সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম কর্মসূচি। ভাষা আন্দোলনের আদর্শ ও চেতনায় তরুণ ও নতুন প্রজন্মকে ছড়িয়ে দিতে নাট্য পরিষদ অঙ্গীকার পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।