- সারাদেশ
- নবীন শিক্ষার্থীদের বরণ করল আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজ
নবীন শিক্ষার্থীদের বরণ করল আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজ

আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের নবীন বরণ অনুষ্ঠানে অতিধিরা। ছবি: সমকাল
নানা আয়োজনের মধ্য দিয়ে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজে।
আজ বুধবার কলেজ ক্যাম্পাসে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক।
অনুষ্ঠানে প্রথমে অতিথিরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ এম এম মজিবুর রহমান মুজিব, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রউফ তালুকদার, ইকবাল হোসেন চুন্নু, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল আলিম সুজা, উপাধ্যক্ষ কামাল আতাউর সাইক্লোন ও গভর্নিং বডির সদস্য মশিউর রহমান প্রমুখ।
মন্তব্য করুন