কুমিল্লায় ‘ডিবি পরিচয়ে’ দুই যাত্রীকে অপহরণের সময় ফরিদ উদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় তার কাছ থেকে হাতকড়া, ওয়াকিটকি, খেলনা পিস্তলসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে চান্দিনা উপজেলার মাধাইয়া বাসস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ফরিদ কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া সামিট পাওয়ার গেট এলাকায় ঢাকামুখী একটি মাইক্রোবাসের গতিরোধ করে একটি প্রাইভেটকার। এসময় মাইক্রোবাস থেকে দুই যাত্রীকে নামিয়ে প্রাইভেটকারে উঠানোর চেষ্টা করে একটি প্রতারক চক্র। তখন মাইক্রোবাসের এক যাত্রী দৌড়ে পালিয়ে যায়। অন্য যাত্রীকে প্রাইভেটকারে তুলে ঘটনাস্থল ত্যাগ করে ওই প্রতারক চক্র। কিন্তু কয়েক মিনিটের মধ্যে ওই প্রাইভেটকারটি আবারও কুমিল্লার দিকে ফিরে আসে। এ সময় স্থানীয়রা ওই প্রাইভেটকারের পিছু নেয়। প্রাইভেটকারটি মাধাইয়া বাসস্টেশন এলাকায় পৌঁছে একজনকে নামিয়ে দেয়। প্রাইভেটকার থেকে নেমে যাওয়া ব্যক্তি বাসে উঠে। বিষয়টি সন্দেহজনক হলে স্থানীয়রা তাকে আটক করে। কিন্তু ধাওয়া খেয়ে প্রতারণ চক্রের আরও ৪ সদস্য প্রাইভেটকারে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, আটক ব্যক্তির কাছ থেকে একটি খেলনা পিস্তল, একটি খেলনা ওয়াকিটকি, একটি হাতকড়া ও ডিবির পোশাক উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি এর আগেও এমন প্রতারণার দায়ে গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) আদালতে পাঠানো হবে।