- সারাদেশ
- চট্টগ্রামের বাহার মার্কেটে অবৈধ পণ্য জব্দ, জরিমানা
চট্টগ্রামের বাহার মার্কেটে অবৈধ পণ্য জব্দ, জরিমানা

বাহার মার্কেটে যৌথ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও বিএসটিআই - সমকাল
চট্টগ্রাম নগরের আমতল এলাকার বাহার মার্কেটে অভিযান চালিয়ে অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। আজ বুধবার মার্কেটটিতে যৌথ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও বিএসটিআই। অভিযানে কয়েক লাখ টাকার অবৈধ পণ্য জব্দ করা হয়। এ সময় মার্কেটের তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, বাহার মার্কেটে অভিযানে গিয়ে তিনটি দোকান থেকে লক্ষাধিক টাকার অবৈধ পণ্য জব্দ করা হয়। পণ্যগুলোর মধ্যে ছিল- শ্যাম্পু, সাবান, বেবি লোশন ও বিপুল পরিমাণ শিশু খাদ্য।
তিনি জানান, পণ্যগুলোয় উৎপাদনকারীর নাম, মূল্য এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা ছিল না। এ ছাড়া মানবদেহের জন্য ক্ষতিকারক হাইড্রোকুইনোনের উপস্থিতি থাকায় দেশে নিষিদ্ধ এমন কিছু পাকিস্তানি সাবান জব্দ করা হয়। এগুলোর বেশিরভাগই বিদেশ থেকে অবৈধ পথে শুল্ক ফাঁকি দিয়ে আনা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, অভিযানে মার্কেটের কাজী স্টোরকে ৮০ হাজার, ইমারত ট্রেডার্সকে ৫০ হাজার এবং বশর ট্রেডিংকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের সতর্কও করা হয়েছে। অবৈধ পণ্য জব্দে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানে বিএসটিআই চট্টগ্রাম কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নগর পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন