- সারাদেশ
- ফেসবুক পোস্টে 'হাহা' রিঅ্যাক্ট দেওয়ায় বন্ধুকে ছুরিকাঘাত
ফেসবুক পোস্টে 'হাহা' রিঅ্যাক্ট দেওয়ায় বন্ধুকে ছুরিকাঘাত

আহত তিতাস
আহত তিতাস রাজশাহী কলেজের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। এ ঘটনায় অভিযুক্ত গোলাম কিবরিয়া তিতাসের সহপাঠী। তিতাসকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।
তাদের সহপাঠীরা জানান, তিতাস ক্লাস শেষ করে কলেজ মাঠে বসে ছিলেন। এ সময় কিছু যুবক তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তিতাসকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক বলেন, কিবরিয়ার সঙ্গে বহিরাগত আরেকজন ছিল বলে আমরা জানতে পারি। কলেজের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর পাশাপাশি আইনি ব্যবস্থাও নেওয়া হবে।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি ফেসবুক পোস্টে 'হাহা' রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে ওই যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। তিতাসকে পেছনে ছুরি মারা হয়। তিনি শঙ্কামুক্ত বলে জেনেছি। এই ঘটনার পর অভিযুক্তদের আটক করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
মন্তব্য করুন