- সারাদেশ
- কিশোরগঞ্জে পাইপগানসহ একজন গ্রেপ্তার
কিশোরগঞ্জে পাইপগানসহ একজন গ্রেপ্তার

গ্রেপ্তার মো. লিটন - সমকাল
কিশোরগঞ্জে পাইপগানসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার বিকেল ৩টার দিকে জেলা শহরের একরামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম মো. লিটন (৪০)। তিনি নিকলী উপজেলার কারপাশা এলাকার শামস উদ্দিনের ছেলে।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদে খবর পেয়ে বুধবার বিকেলের দিকে একরামপুর এলাকার একটি সিএনজি স্টেশনে অভিযান চালানো হয়। এ সময় একটি দেশীয় পাইপগানসহ লিটনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ দুই হাজার ৪৬০ টাকা জব্দ করা হয়।
মেজর মো. শাহরিয়ার মাহমুদ বলেন, ধারণা করা হচ্ছে, লিটন অস্ত্রটি কাউকে হস্তান্তর করার জন্য নিয়ে এসেছিলেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন