- সারাদেশ
- সাটুরিয়ায় জামায়াতের ৪৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
সাটুরিয়ায় জামায়াতের ৪৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মানিকগঞ্জের সাটুরিয়ায় জামায়াতে ইসলামীর ৪৪ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে মামলার পর গ্রেপ্তার আসামিদের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। সাটুরিয়া থানার এসআই কামরুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন।
মামলা সূত্রে জানা গেছে, ঢাকা উত্তরের আমির মো. দেলোয়ার হোসাইনের বাড়িতে মঙ্গলবার ভোরে গোপনে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল। পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে দরগ্রাম ইউনিয়ন জামায়াতের রোকন সদস্য মো. সোহরাব হোসেন ও কর্মী আজাহারুল ইসলামকে গ্রেপ্তার করে। এ সময় জিহাদি বই, চাঁদা তোলার রশিদ ও ছয়টি ককটেল উদ্ধার এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।গ্রেপ্তার আসামিদের তথ্য অনুযায়ী, দরগ্রাম ইউনিয়নের ঢাকা উত্তরের দায়িত্বপ্রাপ্ত আমির মো. দেলোয়ার হোসাইন, দরগ্রাম উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ইদ্রিস আলী, উপজেলা জামায়াতের কোষাধ্যক্ষ আবুল হোসেন, মো. আবু সাইদ, আব্দুল মালেক, আন্নিছ, মো. মোনছের আলী, সারাফাত, রুবেল মিয়া, মো. নাজির উদ্দিন, আব্দুল রহিম, ইমাম বছির উদ্দিন, চান মিয়া, হানিফ আলী, মিজানুর রহমান, মো. আলতাফ হোসেন, কামরুজ্জামানসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, মো. দেলোয়ার হোসাইনের বাড়ি সাটুরিয়ার দরগ্রাম গাছবাড়ি। তাঁর বাসায় বসে প্রতিদিন তাঁরা গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা করতেন। বাকি আসামিদের ধরতে পুলিশ কাজ করছে।
মন্তব্য করুন