- সারাদেশ
- আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি বন্ধ
আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি বন্ধ

দেশের দ্বিতীয় বৃহৎ রপ্তানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এক মাসের জন্য ভারতে মাছ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়া।
আজ বুধবার দুপুরে এ তথ্য জানিয়েছেন স্থলবন্দরের মৎস্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া।
মাছ রপ্তানিকারক সমিতি সূত্রে জানা গেছে, আখাউড়া দিয়ে প্রতিদিন ৫০ থেকে ৬০ টন মাছ ভারতের ত্রিপুরাসহ আশপাশের সাতটি রাজ্যে রপ্তানি হয়। প্রতি কেজির রপ্তানি মূল্য আড়াই মার্কিন ডলার। প্রতিদিন গড়ে এক লাখ ডলারের মাছ রপ্তানি হয়। তবে ভারতের ফুড সেফটি অথরিটির আমদানীকৃত মাছের মান যাচাইয়ে প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল না থাকায় মাছ আমদানি বন্ধ রাখার জন্য বলেছে সেখানকার ব্যবসায়ীদের।এর ফলে আজ বুধবার থেকে এক মাসের জন্য মাছ রপ্তানি বন্ধ থাকবে। এতে ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হবেন, সরকারও কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা হারাবে। পাশাপাশি বন্দরের রপ্তানি বাণিজ্য সংকুুচিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মৎস্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া বলেন, বন্দরটি প্রায় শতভাগ রফতানিমুখী। এ বন্দর দিয়ে যেসব পণ্য ভারতে রপ্তানি হয়, তার সিংহভাগই মাছ। হঠাৎ এ সিদ্ধান্তের কারণে বাংলাদেশের মৎস্য ব্যবসায়ীরা লোকসানে পড়বেন।
আখাউড়া স্থলবন্দরের সুপারিনটেনডেন্ট মো. সামাউল ইসলাম বলেন, চিঠির মাধ্যমে মাছ আমদানি বন্ধের বিষয়টি ভারত থেকে বাংলাদেশের ব্যবসায়ীদের জানানো হয়েছে। স্থলবন্দরে মাছের ট্রাক থেকে শুল্ক আদায় হয় বেশি। মাছ রপ্তানি বন্ধের ফলে বন্দরের আয়ে ভাটা পড়বে।
মন্তব্য করুন