পাঠ্যবই সংকটে বছরের শুরুতে বাবুগঞ্জের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে বিতরণ করা হয়েছে পুরোনো বই। ধীরে ধীরে সব শিক্ষার্থীকে নতুন বই দেওয়া হবে। বই সংকটের বিষয়টি এখনও আলোচিত। এমন সময়ে স্থানীয় এক ভাঙাড়ি ব্যবসায়ীর কাছ থেকে বিপুল পরিমাণ বই উদ্ধার করা হয়েছে। পরে ওই ব্যবসায়ীকে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। এ ঘটনা ঘটেছে বুধবার উপজেলার মাধবপাশা ইউনিয়নে।

প্রত্যক্ষদর্শী মাধবপাশা ইউনিয়নের ফুলতলা গ্রামের বাসিন্দা বশির শরীফ জানান, ভ্যানে করে গ্রামে গ্রামে ঘুরে বুধবার সকালে কাগজ, বই, প্লাস্টিক, লোহাসহ পুরোনো বিভিন্ন সামগ্রী কিনছিলেন এক ভাঙাড়ি ব্যবসায়ী। এ সময় তাঁর ভ্যানে বান্ডিল করা বিপুল পরিমাণ প্রাথমিক বিদ্যালয়ের বই দেখতে পাওয়া যায়। সেখানে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির বই ছিল। বিষয়টি ব্যবসায়ীকে জিজ্ঞেস করলে তিনি জানান, ২০ টাকা কেজি দরে ১০০ কেজি নতুন বই এক ব্যক্তির কাছ থেকে কিনেছেন। তবে সেই ব্যক্তির পরিচয় জানাতে পরেননি। পরে জরুরি পরিষেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশে খবর দেওয়া হয়।

এয়ারপোর্ট থানার এসআই সেলিম রেজা বলেন, ভাঙাড়ি ব্যবসায়ী হোসেন আলীকে (৬৫) থানায় নিয়ে আসা হয়েছে। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের এলাকায় অনুসন্ধান করা হয়েছে। তবে বই বিক্রি করা সেই ব্যক্তিকে শনাক্ত করা যায়নি।