- সারাদেশ
- প্রাথমিকের ১০০ কেজি নতুন বই ভাঙাড়ি ব্যবসায়ীর কাছে
প্রাথমিকের ১০০ কেজি নতুন বই ভাঙাড়ি ব্যবসায়ীর কাছে

নতুন বই ভাঙাড়ি ব্যবসায়ীর কাছে। ছবি-সমকাল
পাঠ্যবই সংকটে বছরের শুরুতে বাবুগঞ্জের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে বিতরণ করা হয়েছে পুরোনো বই। ধীরে ধীরে সব শিক্ষার্থীকে নতুন বই দেওয়া হবে। বই সংকটের বিষয়টি এখনও আলোচিত। এমন সময়ে স্থানীয় এক ভাঙাড়ি ব্যবসায়ীর কাছ থেকে বিপুল পরিমাণ বই উদ্ধার করা হয়েছে। পরে ওই ব্যবসায়ীকে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। এ ঘটনা ঘটেছে বুধবার উপজেলার মাধবপাশা ইউনিয়নে।
এয়ারপোর্ট থানার এসআই সেলিম রেজা বলেন, ভাঙাড়ি ব্যবসায়ী হোসেন আলীকে (৬৫) থানায় নিয়ে আসা হয়েছে। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের এলাকায় অনুসন্ধান করা হয়েছে। তবে বই বিক্রি করা সেই ব্যক্তিকে শনাক্ত করা যায়নি।
মন্তব্য করুন