- সারাদেশ
- সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি
সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি

সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি থাকায় যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। ছবি- সমকাল।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পৌর সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি। এতে পথচারীসহ যানবাহন চলাচলে চরম বিড়ম্বনা দেখা দিয়েছে। ২০২১-২০২২ অর্থবছরে প্রায় পৌরসভার ৩নং ওয়ার্ডের বামনজল মহল্লায় ৫০০ মিটার দীর্ঘ সড়কটি নির্মিত হয়।
স্থানীয় কাজী এম সাখাওয়াত হোসেন জানান, সড়টি নির্মাণে বামনজল মহল্লাবাসীরা উপকৃত হয়েছেন। কিন্তু সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি থাকায় যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। রিকশা, ভ্যান ও অটোবাইক নিয়ে চলাচলে সমস্যা হচ্ছে। খুঁটি সরানো একান্ত জরুরি হয়ে পড়েছে।
সুন্দরগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল বারী জানান, খুঁটি সরানোর জন্য নির্ধারিত ফি জমা দিতে হবে। ফি জমা হলে বিধি মোতাবেক খুঁটি সরানো হবে। পৌরসভা ফি জমা না দেওয়ায় খুঁটি সরানো হয়নি।
পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু জানান, পৌরসভায় অর্থ না থাকায় খুঁটি সরানোর জন্য ফি জমা দেওয়া সম্ভব হয়নি। গুরুত্ব অনুযায়ী বিভিন্ন স্থানের খুঁটি সরানোর কাজ চলছে। অল্প সময়ের ওই সড়কের মধ্যে খুঁটি সরানো হবে।
মন্তব্য করুন