- সারাদেশ
- পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ: ভয়ানক হামলার পেছনে কারণ কী
পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ: ভয়ানক হামলার পেছনে কারণ কী

পেশোয়ার শহরে মসজিদে আত্মঘাতী বোমা হামলা (ছবি-ডন)
পাকিস্তানের উত্তরাঞ্চলীয় পেশোয়ার শহরে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় শতাধিক নিহত হওয়ার ঘটনায় কারা জড়িত, তা খুঁজে বের করতে মাঠে নেমেছে পুলিশ। সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় এ হামলায় স্তব্ধ পাকিস্তান। নিহতদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য।
পাকিস্তানে জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে রয়েছে পুলিশ বাহিনী।
তাঁরা মনে করছেন, হামলায় তাদের লক্ষ্যে পরিণত করা হয়েছে। বিবিসি জানায়, হামলায় জড়িত সন্দেহে এরই মধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পেশোয়ারের পুলিশপ্রধান জানান, তদন্তের ভিত্তিতে আরও কয়েকজন গ্রেপ্তার হতে পারেন।
গত সোমবার পেশোয়ারের উচ্চ নিরাপত্তায় থাকা এলাকায় মসজিদে হামলায় ১০১ জন নিহত ও ২১৭ জন আহত হয়েছেন। পুলিশের ধারণা, শক্তিশালী বিস্ম্ফোরণ ঘটাতে ১২ কেজি বিস্ম্ফোরক ব্যবহার করেছে হামলাকারী। এ হামলার পেছনে জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) একাংশ জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। হামলার পর সংগঠনটির এক মুখপাত্র দায় স্বীকার করে বিবৃতি দেন। পরে আরেক মুখপাত্র জড়িত থাকার কথা অস্বীকার করেন।
দুই মাস আগে তালেবানের সঙ্গে পাকিস্তান সরকারের যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হয়। নতুন সরকারের সঙ্গে আবার চুক্তি না হওয়ায় হামলার শঙ্কা দেখা দেয়। নিহতদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য। এরই মধ্যে রাষ্ট্রীয় পতাকা মুড়িয়ে ২০ জনের বেশি পুলিশ কর্মকর্তার দাফন সম্পন্ন হয়েছে। এ হামলার নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, যারা পাকিস্তানকে রক্ষার জন্য দায়িত্ব পালন করছেন, সন্ত্রাসীরা তাদের লক্ষ্যে পরিণত করছে। এনডিটিভি জানায়, মঙ্গলবার পার্লামেন্টে দেওয়া ভাষণে হামলার নিন্দা জানান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, ভারত কিংবা ইসরায়েলেও নামাজরতদের এভাবে হত্যা করা হয় না।
হামলার তীব্র নিন্দা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভির সঙ্গে ফোনালাপে তিনি বলেন, চীন যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে।
মন্তব্য করুন