- সারাদেশ
- পাবনা সুগার মিলের ২ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
পাবনা সুগার মিলের ২ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

অর্থ আত্মসাতের অভিযোগে পাবনা সুগার মিলের দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার বিকেলে ৪২ লাখ ১৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুদক পাবনা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মো. খায়রুল হক বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
অভিযুক্ত দুই কর্মকর্তা হলেন- পাবনা সুগার মিলস লিমিটেডের চাকরিচ্যুত সহকারী মহাব্যবস্থাপক (হিসাব) মো. আফতাব আলী ও একই প্রতিষ্ঠানের সাবেক সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা ও বর্তমানে কুষ্টিয়া সুগার মিলের সহকারী মহাব্যবস্থাপক (হিসাব) মো. আফতাব হোসেন।
মামলার এজাহারে বলা হয়, ২০১৪ সালের ৭ জুলাই থেকে ২০১৭ সালেল ৯ ফেব্রুয়ারি পর্যন্ত আসামিরা পরস্পরের যোগসাজশে কর্মকর্তা কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) জমাকৃত অর্থ প্রতারণা, জালিয়াতি ও অসদাচরণের মাধ্যমে দুই দফায় (৩৫ লাখ ৮ হাজার টাকা এবং ৭ লাখ ১০ হাজার টাকা) মোট ৪২ লাখ ১৮ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এসব টাকা আত্মসাৎ করে তারা শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
এ বিষয়ে দুদক পাবনা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মো. খায়রুল হক সমকালকে বলেন, তদন্ত করে আইনিব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন