- সারাদেশ
- ডাকাতি মামলায় বকশিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
ডাকাতি মামলায় বকশিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

জাহিদুল ইসলাম জুম্মান তালুকদার
জামালপুরে বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগমের বাড়িতে ডাকাতির ঘটনায় করা মামলায় উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুম্মান তালুকদারকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে রাজধানীর শ্যামলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জামালপুরের ডিবি পুলিশ।
ডিবির ওসি আরমান আলী জানান, গত বছরের ২৫ ডিসেম্বর মধ্য রাতে বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগমের মালিরচর নয়াপাড়া বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল নগদ ২০ লাখ টাকা ও ১০০ ভরির অধিক স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় শাহিনা বেগমের বড় বোন মাহমুদা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ১৬-১৭ জনের নামে একটি ডাকাতি মামলা দায়ের করেন। এই মামলায় সন্দেহভাজন ১৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ডিবি পুলিশ।
ডিবি জানায়, আটকদের জিজ্ঞাসাবাদে ও তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বকশীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুম্মান তালুকদারের নাম বেরিয়ে আসে। এছাড়া ঘটনার পর থেকেই জুম্মান তালুকদার আত্মগোপনে চলে যান। এরপর থেকে জুম্মানকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। বুধবার রাতে তাকে রাজধানীর শ্যামলী থেকে আটক করা হয়।
ডিবি আরও জানায়, তিন দিনের রিমান্ডের আবেদনসহ বৃহস্পতিবার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন