নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই নিয়ে একটি অপশক্তি মিথ্যাচারের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

দীপু মনি বলেন, পাঠ্যবই নিয়ে মিথ্যাচারকে প্রশয় দেওয়ার সুযোগ নেই। আমাদের যদি ভুল থাকে, তাহলে তা স্বীকার করে সংশোধন করবো। ইতোমধ্যে পাঠ্যবইয়ে যেখানে ভুল দেখা গেছে, দায়িত্বশীলদের দিয়ে তা সংশোধন করা হয়েছে।

যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে বৃহস্পতিবার ৫১তম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

দীপু মনি আরও বলেন, নতুন কারিকুলামের বইয়ে কোথাও ভুল থাকতে পারে, এগুলো সংশোধনের জন্য দুটি কমিটি করে দিয়েছি। যখনই ভুল চিহ্নত হবে, সঙ্গে সঙ্গে সংশোধন করা হবে। তবে যেখানে ভুল নেই, সেখানও ভুল রয়েছে গুজব ছড়িয়ে একটি অপশক্তি মিথ্যাচার করছে। তারা দেশকে পিছিয়ে নিয়ে যেতে চায়। যারা মিথ্যাচার করছে সেই অপশক্তিকে আমরা ঐক্যবদ্ধ থেকে প্রতিহত করবো।

ছয়দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, যশোর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের জ্যেষ্ঠ সচিব কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. ওমর ফারুক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকার চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার, যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যশোর শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড.আহসান হাবিব।