- সারাদেশ
- হিরো আলমের অভিযোগ খতিয়ে দেখতে নির্দেশ সিইসির
হিরো আলমের অভিযোগ খতিয়ে দেখতে নির্দেশ সিইসির

বগুড়া-৪ আসনে উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের অভিযোগ খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বৃহস্পতিবার সমকালকে এ তথ্য জানিয়েছেন বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাহামুদ হাসান।
তিনি বলেন, হিরো আলম ফলাফল নিয়ে অভিযোগ করে একটি সংবাদ সম্মেলন করেছিলেন। বিষয়টি সিইসি জানতে পেরে সকালে আমাকে ফোন করে অভিযোগ খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ফলাফলের সব কপি ঢাকায় পাঠাতে বলেছেন।
হিরো আলমকে মিষ্টিমুখ করাচ্ছেন সহকারী রিটার্নিং অফিসার মাহামুদ হাসান।-সমকাল
মাহামুদ হাসান বলেন, আমরা আবারও ফলাফল যাচাই করে দেখেছি সব ঠিক আছে। হিরো আলম আজ নির্বাচনের ফলফলের কপির জন্য অফিসে এসেছিলেন। তাকে ইভিএম মেশিনের ফলাফলের কপি ও কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের সই করা ফলাফলের কপি দেওয়া হয়েছে।
এর আগে দুপুরে বগুড়া-৪ আসনে উপনির্বাচনের প্রতিটি ভোটকেন্দ্রের ফলাফল নিতে জেলা নির্বাচন অফিসে যান হিরো আলম। এসময় তাকে মিষ্টিমুখ করান সহকারী রিটার্নিং অফিসার মাহামুদ হাসান।
মন্তব্য করুন