- সারাদেশ
- 'বরই পাড়তে নিষেধ করায়' ছুরিকাঘাতে হত্যা
'বরই পাড়তে নিষেধ করায়' ছুরিকাঘাতে হত্যা

প্রতীকী ছবি
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গাছ থেকে বরই (কুল) পাড়তে নিষেধ করায় তাকে ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ উঠেছে।
নিহত তাজেম আলী বিদ্যুৎ (৪০) ছোট বনগ্রাম স্কুলপাড়ার প্রয়াত শমসের আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, তাজেম আলীর বাড়ির পাশেই একটি বড় বরই গাছ আছে। বেলা ১টার দিকে শাহমখদুম থানার গাংপাড়ার আকাশ, নাসিম, শুভসহ কয়েকজন সেই গাছ থেকে বরই পাড়ছিলেন। তাদের নিষেধ করলে তাজেম আলীর সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওই যুবকরা তাজেম আলীকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে বেলা আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
মন্তব্য করুন