কুষ্টিয়ার কুমারখালীতে সুদের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে হামলায় মো. আব্দুর রাজ্জাক বিশ্বাস (৩৭) নামে এক পল্লিচিকিৎসক খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিহতের চাচা জাবেদ আলী মেম্বার।

নিহত রাজ্জাক মৃত ভাদু বিশ্বাসের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর গ্রামের মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ, নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার মো. সজীব বিশ্বাস ওরফে সবুজের চাচাতো ভাই জহুরুল বিশ্বাসের কাছ থেকে সুদে ২০ হাজার টাকা নিয়েছিলেন জাবেদ আলী বিশ্বাস। সেই টাকার লভ্যাংশের জন্য গতকাল সকাল ৮টার দিকে জহুরুল বিশ্বাস বর্তমান মেম্বারসহ লোকজন নিয়ে জাবেদ আলীর বাড়িতে যান। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। সকাল ১০টার দিকে সবুজ মেম্বার, জহুরুল, মোক্তারসহ কয়েকজন মসজিদের সামনে রাজ্জাক ও তাঁর চাচার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। পরে স্বজনরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক রাজ্জাককে মৃত ঘোষণা করেন। জাবেদ আলীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

নিহতের বড় ভাই আক্কাস বিশ্বাস অভিযোগ করেন, সুদের টাকার লভ্যাংশের জন্য দেশীয় অস্ত্র দিয়ে খুঁচিয়ে তাঁর ভাইকে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে কুমারখালী থানার ওসি মোহসীন হোসাইন বলেন, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।