- সারাদেশ
- বিলের পানি সেচে মাছ নিধন, দিশেহারা বোরো চাষিরা
বিলের পানি সেচে মাছ নিধন, দিশেহারা বোরো চাষিরা

মদনে নালা কেটে বিলের পানি বের করে দিচ্ছেন ইজারাদার - সমকাল
মাছ ধরতে বিলের পানি শুকিয়ে ফেলেছে ইজারাদার। প্রায় ৫০০ একর জমির বোরো রক্ষা করতে পানির জন্য দিশেহারা চাষিরা। ইজারাদারের বিরুদ্ধে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন মদন উপজেলার মাঘান ইউনিয়নের কাতলা ও ত্রিপন গ্রামের ৬৫ কৃষক।
জানা গেছে, কাতলা, ত্রিপন, মান্দুরা, চত্রমপুরসহ কয়েকটি গ্রামের কৃষকের প্রায় ৫০০ একর জমিতে বোরো চাষ বোয়ালী বিলের পানির ওপর নির্ভরশীল। কিন্তু এবার বোয়ালী বিল ছয় বছরের জন্য ইজারা নিয়েছেন মাঘান গ্রামের নতুন আলো মৎসজীবী সমবায় সমিতির সভাপতি ইছু মিয়া। তাঁর কাছ থেকে মাঘান গ্রামের আহাদুল ও কদশ্রী গ্রামের সৈকত সাব-ইজারা নিয়ে মাছ ধরতে রাতে বিলের পানি নদীতে ছেড়ে দিয়েছেন। এতে পানির অভাবে শতাধিক কৃষকের বোরোর চারা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গত বুধবার বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
গতকাল বৃহস্পতিবার সরজমিন দেখা গেছে, বিলের একপাশ দিয়ে নালা করে পানি নদীতে ছেড়ে দেওয়া হয়েছে। পানি শুকানোর সুবিধার্থে সরকারি পাকা রাস্তা কেটে দেওয়া হয়েছে। এতে রাস্তাটি ধসে গেছে। এখন নালায় পানি আটকে দিনরাত পাহারা দিচ্ছেন স্থানীয় কৃষকরা।
কৃষক জাহের আলী বলেন, 'মাছ ধরার জন্য বিলের পানি শুকিয়েছে আহাদুল ও সৈকত। আমরা দিনের বেলায় পাহারা দিলেও রাতে পানি ছেড়ে দেন তাঁরা। পানি আটকানোর চেষ্টা করায় আমাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। পানির অভাবে রোপণ করা বোরোর চারা নষ্ট হতে চলেছে। সময় মতো পানি না পেলে জমি রক্ষা করা সম্ভব হবে না।'
মাঘান ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মির্জা মো. মোস্তাফিজুর রহমানের দাবি, ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। খাল খনন করে বিলের পানি নদীতে ছাড়া হয়েছে। এ কারণে বোরো ফসলের সমস্যাসহ সরকারি পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
অভিযোগের বিষয়ে জানতে কথা হয় বিলের সাব-ইজারাদার আহাদুল মিয়া ও শওকত মিয়ার সঙ্গে। তাদের ভাষ্য, চাষিরা তাদের সুবিধা মতো নালা করে পানি নিচ্ছেন।
উপজেলা সহকারী কমিশার (ভূমি) শাহনূর আলম বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা পেলে ইজারা বাতিল করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন