চলতি বিপিএলে টিকে থাকতে হলে রংপুর রাইডার্সের বিপক্ষে আজ জিততেই হবে ঢাকা ডমিনেটর্সকে। এমন সমীকরণকে সামনে রেখে টস হারলো নাসিররা। রংপুর রাইডার্স ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালো ঢাকাকে। এদিকে রংপুর জিতলে এবারের বিপিএলের সেরা চার দল নিশ্চিত হয়ে যাবে আজই। ম্যাচ বাকি থাকলেও বাদ পড়ে যাবে খুলনা, ঢাকা ও চট্টগ্রাম।

১৬ পয়েন্ট নিয়ে এখন সবার শীর্ষে আছে সিলেট স্ট্রাইকার্স। দুইয়ে থাকা বরিশালের পয়েন্ট ১৪। ১২ পয়েন্ট নিয়ে তিনে আছে কুমিল্লা, ১০ পয়েন্ট নিয়ে চারে রংপুর রাইডার্স। ২ ম্যাচ বাকি থাকা ঢাকার পয়েন্ট ৬।

ঢাকা ডমিনেটর্স: নাসির হোসেন (অধিনায়ক), মুক্তার আলী, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোহাম্মদ আরিফুল হক, অ্যালেক্স ব্লেক, আরাফাত সানি, মোহর শেখ, শরিফুল ইসলাম, আমির হামজা, আবদুল্লাহ আল মামুন।

রংপুর রাইডার্স: নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাঈম শেখ, রনি তালুকদার, শেখ মেহেদী, শামীম পাটওয়ারি, রাকিবুল হাসান, হাসান মাহমুদ, শোয়েব মালিক, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, আজমতউল্লাহ ওমরজাই।